সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্র
ফাইল ছবি
সুনামগঞ্জে সুরমা নদীতে গোসল নেমে নাফিস আবরার (২৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউ পার্কের সামনে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
নিখোঁজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে চারদিকে অন্ধকার নেমে আসলে নিখোঁজ অবস্থায় অভিযান স্থগিত করা হয়। পরে রোববার (১৫ জুলাই) সকাল থেকে আবারও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন নিখোঁজের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনামগঞ্জের বন্ধুর বাড়িতে বিয়েতে এসেছিল। শুক্রবার বিকেলে সে সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
লিপসন আহমেদ/জেএস/জিকেএস