ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিদেশি স্বামীর সংসার করা হলো না চাঁদনির

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৬ জুলাই ২০২৩

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় চাঁদনি আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামীর নাম অপু। তিনি পর্তুগালের নাগরিক। অনলাইনে তাদের পরিচয় এবং বিয়ে হয়। তবে স্বামী-স্ত্রীর দেখা হয়নি এখনো।

চাঁদনি আক্তারের বাবার নাম শহিদুল ইসলাম খোকন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামে।

আরও পড়ুন: বেনাপোলে বিদেশি সিগারেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

পারিবারিক সূত্র জানায়, টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে চাঁদনি স্থানীয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কারখানার বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পর্তুগিজ নাগরিক অপুর সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগামী অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন চাঁদনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস