ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আদাখোলা কমিউনিটি ক্লিনিক

ইচ্ছে হলে খোলে দরজা, যখনতখন বন্ধ

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ জুলাই ২০২৩

সঠিক নিয়মে খোলা হয় না ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা কমিউনিটি ক্লিনিক। এতে করে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, রোববার (১৬ জুলাই) দুপুর ১১টা ৪৩ মিনিটেও ক্লিনিক খোলেনি। আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কাউকে পাওয়া যায়নি। ক্লিনিকের দায়িত্বে থাকা মঞ্জুর আলমকে কল দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, ক্লিনিকের দায়িত্বে থাকা সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম স্থানীয় হওয়ায় তাদের খেয়াল-খুশি মত আসেন। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখেন তারা। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: সংকট-ঝুঁকিতেই চলছে সোনারগাঁয়ের ১৬ কমিউনিটি ক্লিনিক

অভিযোগ অস্বীকার করেন ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম। তারা জানান, স্থানীয় একটি স্কুলের সভায় ছিলেন। এজন্য আধা ঘণ্টারমতো কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। সঠিক নিয়মে ক্লিনিক খোলা হয়। রোগীদের সেবা দেওয়া হয় বলেও জানান তারা।

ইচ্ছে হলে খোলে দরজা, যখনতখন বন্ধ

এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও জাবের আল ছাইদ জানান, অফিস টাইমে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি জেনেছি। এ বিষয়ে তাদের শোকজ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন শুরু মিয়া জানান, কমিউনিটি ক্লিনিকের সেবার মান নিয়ে আমার কাছেও কয়েকজন অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম রায়হান জানান, আমি একমাসের ছুটিতে আছি। ওখানে সিএইচসিপি একজনই থানকে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এর আগেও তাকে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি কিছুই তোয়াক্কা করেননি। তাকে শোকজ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম