ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনমজুর হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ স্বজনদের

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২০ জুলাই ২০২৩

মুন্সিগঞ্জ সদর উপজেলায় দিনমজুর মতিউর রহমান কালাই হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় নয়াগাঁও গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ।

এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি তুলে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় আধাঘন্টা ব্যাপী সড়কে বিক্ষোভকারীদের অবস্থানে যানচলাল বন্ধ থাকে জেলার প্রধান সড়কে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর আশ্বাসে সড়ক ছেড়ে প্রেস ক্লাব ফটকে মানববন্ধন করেন তারা।

নিহতের স্বজনরা জানান, কলাই হত্যার ৪০দিন হলেও প্রধান আসামিসহ মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এক আসামিকে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে যান। বর্তমানে উল্টো অভিযুক্তদের পক্ষ থেকে নিহতের পরিবার-স্বজনদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত ভুক্তভোগী পরিবার। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। দ্রুত জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

নিহতের মেয়ে মোহনা বলেন, খুনি কীভাবে জামিন পায় এটি আমাদের প্রশ্ন। পুলিশ প্রশাসন আমার বাবার হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না। আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাবা নেই এখন আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা অন্তত বাবার হত্যাকারীদের বিচার চাই।

দিনমজুর হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ স্বজনদের

স্ত্রী আসমা বেগম বলেন, আমার স্বামীর হত্যাকারী দিল মোহাম্মদ তার দুই ছেলে জুবায়ের, জিহাদের ফাঁসি চাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জাগো নিউজকে বলেন, কালাই হত্যার ঘটনায় একজন গ্রেফতার আছেন এবং একজন জামিনে আছেন। প্রধান আসামিসহ বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

১০ জুন শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে মতিউর রহমান কালাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ দল মোহাম্মদ ও দুই ছেলেসহ জুবায়ের, জিহাদরা। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আসিফ বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম