কুমিল্লায় দাদনের টাকা চাইতে গিয়ে ভাঙারি ব্যবসায়ী খুন
কুমিল্লার লাকসামে দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক তরুণকে খুন করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিয়াম তার সহযোগী জাহাঙ্গীরকে নিয়ে কালোরা খালপাড়ের ভবঘুরে হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে যান। এসময় তাদের ছুরিকাঘাত করেন সবুজ। এতে জাহাঙ্গীর আহত হয়ে পালিয়ে আসলেও সিয়ামকে একা পেয়ে হত্যা করেন সবুজ। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার পর সবুজ পালিয়ে যান।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, আমার ছোট ভাই হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে সে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকারীকে আটক করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান