ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইতালিতে বাংলাদেশি হত্যা, মরদেহ পেতে পরিবারের আকুতি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ৩০ জুলাই ২০২৩

তুচ্ছ ঘটনার জেরে ইতালিতে মাসুদুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশিকে বোতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন তার মরদেহ পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছে পরিবার।

নিহত মাসুদ নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে। তিনি চার ভাই ও পাঁচ বোনের মধ্যে মেজ। ২১ ও ১১ বছর বয়সী দুটি ছেলে সন্তান আছে তার।

রোববার (৩০ জুলাই) দুপুরে মাসুদের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজনদের ভিড়। সবাই মরদেহ আসার প্রহর গুনছেন।

পারিবারিক সূত্র জানায়, সচ্ছলতা ফেরাতে আট বছর আগ থেকে ইতালিতে চাকরি করে আসছিলেন মাসুদ। ২০২০ সালে করোনার আগে দেশে এসে তিন মাস ছুটি কাটিয়ে আবার চলে যান। চলতি বছরের ৩১ জানুয়ারি বাবা মারা যাওয়ার পর দেশে আসার পরিকল্পনাও ছিল তার।

নিহতের বড়ভাই ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ২৬ জুলাই রাতে তুচ্ছ ঘটনার জের ধরে পাকিস্তানি সন্ত্রাসীরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এখন আমার ভাইয়ের মরদেহ পেতে সরকারের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, ইতালিতে থাকা আত্মীয়রা জানান ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে পার্কে সাইকেল চালাচ্ছিল মাসুদ। এ সময় কয়েকজন তার সাইকেল নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ওরা আমার ভাইকে বোতল দিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা এর বিচার চাই।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস