পঞ্চগড়ে ভিতরগড় উৎসব আজ
পঞ্চগড়ে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ভিতরগড় উৎসব। হাজার বছরের বাংলার ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রত্নতত্ত্ব অধিদফতর ও ভিতরগড় প্রমোশনাল সোসাইটি এই উৎসবের আয়োজন করেছে।
প্রাচীন এই দূর্গনগরীতে অনুষ্ঠেয় ভিতরগড় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব উপলক্ষে ভিতরগড়ের ঐতিহ্যবাহী মহারাজার দীঘির পাড়ে তিন দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দীঘিরপাড়ে ভিতরগড় দিবসের আলোচনা অনুষ্ঠান ছাড়াও সত্যপীরের গান, লাঠি খেলাসহ গ্রাম-বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশন করা হবে। 
শুক্রবার (১৮ মার্চ) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভিতরগড় প্রমোশনাল সোসাইটির সভাপতি ও সাবেক বিণিজ্য সচিব সোহেল এ চৌধুরী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, সদর উপজেলা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দূর্গনগরীর অবস্থান। কোন এক সময় এই ভিতরগড় এলাকা দূর্গনগরী ছিল। এখানে মাটি খুড়লেই বেরিয়ে আসে প্রাচীন ইতিহাস আর নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান ২০০৯ সালের জানুয়ারি থেকে এই দুর্গনগরীতে জরিপ ও খনন শুরু করেন। দীর্ঘ খননে এ পর্যন্ত ৯টি প্রাচীন স্থাপনা আবিস্কৃত হয়। পরে আবিস্কৃত প্রত্নসম্পদ প্রত্নতাত্ত্বিক কায়দায় আবারও ঢেকে দেয়া হয়। উৎসব উপলক্ষে আবিস্কৃত কয়েকটি প্রত্নতাত্ত্বিক নির্দমন খুলে দেয়া হবে। মেলার পাশাপাশি দর্শকরা এসব প্রত্নসম্পদ দেখতে পাবেন।
পর্যটন শিল্প বিভিন্ন উন্নত দেশের আয়ের অন্যতম উৎস উল্লেখ করে সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্য সচিব সোহেল এ চৌধুরী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ভিতরগড় দূর্গনগরীর ইতিহাস জানাতে প্রতি বছর মার্চের প্রথম শনিবার ‘ভিতরগড় দিবস’ উদযাপন করা হবে। এই দূর্গনগরী সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক কায়দায় উন্নয়ন করা গেলে এখান থেকে পর্যটন শিল্প বিকশিত হবে এবং স্থানীয় উন্নয়নের পাশাপাশি এই দূর্গনগরী থেকে বৈদেশিক আয়ও বড়বে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ভিতরগড় প্রমোশনাল সোসাইটির মহাসচিব হাবিবুল্লাহ এন করিম, ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর ভিসি প্রফেসর ইমরান আহমেদ, প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান উপস্থিত ছিলেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিক ছাড়াও অতিথি সাংবাদিকরা অংশ নেয়।
সফিকুল আলম/এসএস/এমএস