ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ ৮ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৮ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ আট সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি ক্ষুর এবং সাতটি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ দলনেতা হৃদয় (২৮), সদস্য শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও রনি (২০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ‘টাইগার গ্রুপের’ ব্যানারে সংঘবদ্ধ হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাইসহ অরাজকতা সৃষ্টি করে আসছিল। আটকদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের বিরুদ্ধে একটি, রানার বিরুদ্ধে একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এমএস