যশোরের ঐতিহ্যবাহী ৫ স্থাপনা রক্ষার দাবি
ঐতিহ্যবাহী পাঁচটি স্থাপনা রক্ষার দাবিতে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ যশোর। যশোরের প্রথম ২২২ বছর আগে নির্মিত প্রশাসনিক ভবনের (জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবন) সামনে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ বলেন, আগামী প্রজন্মকে যশোরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হলে ঐতিহাসিক সব ভবন সংরক্ষণ জরুরি। একইসঙ্গে ঐতিহ্যবাহী সব ভবনের কাঠামো ঠিক রেখে নবরূপে সাজিয়ে প্রদর্শনের দাবি জানাই। এর মধ্যে অন্যতম পরিত্যক্ত ২২২ বছরের পুরানো রেজিস্ট্রি অফিস, জজকোর্ট ভবন, জেলা পরিষদ, পৌরসভার জলকল ও পুলিশ সুপারের পুরোনো ভবন।
যশোরের ঐতিহ্য রক্ষার দাবিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন জনউদ্যোগ সদস্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগ সদস্য রুবাইদুল হক জোয়ার্দ্দার সুমন, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, জনউদ্যোগ যশোরের সদস্য সচিব কিশোর কুমার কাজল।
মিলন রহমান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা