ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৯ আগস্ট ২০২৩

বগুড়ার শিবগঞ্জের গাংনাই নদীতে নিখোঁজ শিহাব উদ্দিন বাবুর (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে নদীর পানির তলা ব্রিজ এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়

এর আগে মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন ওই কলেজছাত্র। শিহাব উদ্দিন বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

নিহতের চাচাতো বোন মরিয়ম আক্তার রুবি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে পানির তলা ব্রিজ এলাকার গাংনাই নদীতে গোছল করতে যায় শিহাব।ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে সাঁতার কাটার সময় সে তালিয়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরির একটি টিম এসে কয়েক দফা অভিযান চালিয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডুবুরি দলের অধিনায়ক কামরুজ্জামান সেলিম জানান, অভিযান চালিয়ে ২৫-৩০ ফুট পানির নিচ থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, উদ্ধারের পর মরদেহ গোবিন্দগঞ্জ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস