পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদরে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুই কলেজ ছাত্র হলেন- নগরী শ্রীরামপুর এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়িম (১৯) ও একই এলাকার মৃত গাজি মঈন উদ্দিনের ছেলে রিফাত উল্লাহ গালিব (১৯)।
রাজশাহী মহানগর নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা জাগো নিউজকে বলেন, সকালে কয়েকজন যুবক খেলতে যান। খেলো শেষে সাত-আটজন পদ্মা নদীতে গোসলে নামেন। এ সময় সায়িম ও গালিত পদ্মায় তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। দুজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ওসি আরও বলেন, তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
সাখাওয়াত হোসেন/এসজে/এমএস