পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১০ জুন ২০২৩
নিখোঁজ দুই কলেজছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান চলছে

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদরে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দুই কলেজ ছাত্র হলেন- নগরী শ্রীরামপুর এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়িম (১৯) ও একই এলাকার মৃত গাজি মঈন উদ্দিনের ছেলে রিফাত উল্লাহ গালিব (১৯)।

raj-(2).jpg

রাজশাহী মহানগর নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা জাগো নিউজকে বলেন, সকালে কয়েকজন যুবক খেলতে যান। খেলো শেষে সাত-আটজন পদ্মা নদীতে গোসলে নামেন। এ সময় সায়িম ও গালিত পদ্মায় তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। দুজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওসি আরও বলেন, তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সাখাওয়াত হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।