ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৯ আগস্ট ২০২৩

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুকুমার কীর্তনীয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের বাসিন্দা।

বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে পরপর চারদিনে ওই হাসপাতালে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো।

আর চলতি বছরে এ পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুর জেলায়। অপর পাঁচজনের বাড়ি রাজবাড়ী, মাগুরা ও মাদারীপুরে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ফরিদপুরে ২ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩১৮ ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস