দুই মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা
নোয়াখালীর চাটখিলে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের সলিম উদ্দিন মাঝির ছেলে রবিউল হোসেন (২০) ও একই এলাকার মো. সাঈদের ছেলে রবিউল বাসার (৩০)। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার জাফর ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয় কাকড়াপাড়া গ্রামের রহমত উল্যা মৌলভী বাড়ির সামনে থেকে মাদকসেবী দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে মাদকসেবীরা তাদের দোষ স্বীকার করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জব্দ করা গাঁজা ও ইয়াবা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস