ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২৩

রাজশাহীতে ১১ বছরের শিশু ধর্ষণের মামলায় মো. বজলুর রহমান (৪৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি শামসুন নাহার মুক্তি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. বজলুর রহমান রাজশাহীর দুর্গাপুর থানার মাড়িয়া গ্রামের মৃত চান শেখের ছেলে।   

আরও পড়ুন: ১৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না, র‍্যাবের হতে ধরা

পিপি শামসুন নাহার মুক্তি বলেন, আসামি বাদীর ছোট বোনের স্বামী। তিনি বাদীর মেয়েকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ২০২০ সালের ৩০ জুন তার বিরুেদ্ধে দুর্গাপুর থানায় মামলা হয়। সেই মামলার রায় আজ ঘোষণা করেছেন আদালত।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সাখাওয়াত হোসেন/জেএস/জিকেএস