১৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না, র‌্যাবের হতে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ আগস্ট ২০২৩

দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর আরিফ হোসেন (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটপাড়া এলাকার মো. রাহেদুলের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ হোসেন ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কলাই থানায় ফেনসিডিলসহ গ্রেফতার হন। এরপর তিনি জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।