রূপপুরে জ্বালানি পরিবহনে স্থাপিত হলো বিশেষ ক্রেন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সম্প্রতি ট্রেসেল ক্রেন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ক্রেনটি স্থাপিত হয়েছে +৪৭.৫০ মিটার এলিভেশনে।
২২৫ টন ওজনের এই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে আনা হয়। ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রকল্প সাইটেই।
শনিবার (১৯ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রসাটম কর্তৃক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ কাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চলাকালীন অত্যন্ত ভারী যন্ত্রপাতি এবং জ্বালানির লোডিং-রিলোডিংয়ের জন্য এটি ব্যবহৃত হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও ঠিকাদার রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
শেখ মহসীন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করিম
- ২ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৪ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৫ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর