ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঝেতে খেলার সময় সাপের কামড়, প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ আগস্ট ২০২৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সাপের কামড়ে আরিয়ান (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে টাঙ্গাব ইউনিয়নের পাচাহার গ্রামে এই ঘটনা ঘটে। আরিয়ান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানজিদা সুলতানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। শিশুর পরিবারের লোকজন দাবি করছিল যে সাপে কাটার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাপেকাটা শিক্ষার্থীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিয়ান রাত ৯টার দিকে ঘরের মেঝেতে বসে খেলা করছিল। খেলার সময় বিষাক্ত কোনো সাপে শিশুটিকে কামড়েছে। পরে শিশুটি জ্ঞান হারালে পরিবারের লোকজন টের পেয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, সাপে কাটায় কোনো শিশু মারা যাওয়ার খবর পাইনি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস