সাপেকাটা শিক্ষার্থীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৭ আগস্ট ২০২৩

রাজবাড়ীতে সাপকাটার প্রায় দুই ঘণ্টা পর শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে এবং উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো।

শেফাকে সাপকাটার পর বাড়িতে রেখে পান্না মোল্লা নামে এক কৃষককে ডেকে এনে ঝাড়ফুঁক করা হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শোবার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২২ বাচ্চা

শেফার চাচা জহিরউদ্দিন জমাদার জানান, বিকেলে শেফা বাড়ির সামনের বাথরুমে থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কাটে। এসময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা খারাপ হলে সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে ঝাড়ফুঁক না করে সাপে কাটার সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। বাড়িতে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

রুবেলুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।