ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেঁতুলিয়ার ৭ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৮:০২ এএম, ২১ মার্চ ২০১৬

সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম দফায় পঞ্চগড়ের একমাত্র তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী পাঠানো হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. রোকাব আলী দেওয়ান এসব সামগ্রী ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪,৯০৫জন। মোট ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৪টি। এসব কেন্দ্রে ভোটারদের ভোট প্রদানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ মোবাইল টিম বিভিন্ন নির্বাচনী এলাকায় থাকবেন। এছাড়া পুলিশ, বিজিবি এবং র্যাব এর পৃথক ৮টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবেন বলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেছেন।

সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নে মোট ২৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৭ জন আওয়ামী মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এবং ৬ জন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ২নং তিরনই হাট ইউনিয়নে বিএনপি মনোনীত ধীনের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। বাকি ১৫ প্রার্থী বড় দুই দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব নির্বাচনী এলাকার কোথাও প্রকাশ্যে কোন প্রার্থী ও সমর্থকের নির্বাচনী প্রচারণা দেখা যায়নি।

তবে প্রার্থীরা স্থানীয়ভাবে সাধারণ ভোটারদের সঙ্গে দেখা করছেন এবং ভোট প্রার্থনা করছেন বলে জানা গেছে। বিশেষ করে উপজেলার সীমান্ত ইউনিয়ন বাংলাবান্ধায় থমথমে অবস্থা দেখা গেছে। এই ইউনিয়ন পরিষদের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. রোকাব আলী দেওয়ান বলেন, তেঁতুলিয়ার মোট ৭ ইউনিয়নে ১ম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে প্রত্যেক ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম সার্বক্ষণিক দহল দিবেন। আশা করি তেঁতুলিয়ায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সফিকুল আলম/এসএস/পিআর