ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৯ আগস্ট ২০২৩

ফেনীতে অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের ইউ পিভিসিপাইপ উৎপাদন ও বাজারজাতের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়ীপুরে এলাকায় অভিযান চালিয়ে বিপিএল পিভিসি অ্যান্ড স্যানিটারি নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবল চাকমা নেতৃত্ব এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে মধ্যম চাড়ীপুরের বিপিএল পিভিসি অ্যান্ড স্যানিটারি প্রতিষ্ঠানটি। এসময় সিএম লাইসেন্স গ্রহণ না করে, বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পরিবেশে বিভিন্ন পাইপ উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সর্তক করে দেওয়া হয়।

jagonews24

আরও পড়ুন: মাদকসেবনের সময় হাতেনাতে ধরা, যুবকের কারাদণ্ড

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা (সিএম) শহীদুল ইসলাম, ফিল্ড কর্মকর্তা (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা ও ফেনী জেলা পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস