ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া তথ্যে চিকিৎসা, বন্ধ ডেন্টাল হোম

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩১ আগস্ট ২০২৩

নীলফামারীর ডোমারে অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসকের পরিচয়ে সেবা প্রদানের দায়ে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই চিকিৎসকের ফেন্সি ডেন্টাল হোম নামের প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে ডোমার নিউ মার্কেটের ফেন্সি ডেন্টাল হোমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিপিএএ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্বল্প মেয়াদি ডিপ্লোমা কোর্স করেন ওমর ফারুক। পরে প্রতারণার আশ্রয় নিয়ে ১৭ বছরের অভিজ্ঞ ডেন্টিস্ট পরিচয়ে বড় বড় সাইনবোর্ড লাগিয়ে ‘ফেন্সি ডেন্টাল হোম’ নামে একাধিক চেম্বার খুলে কর্মজীবন শুরু করেন তিনি। ডেন্টিস্ট না হয়েও বছরের পর বছর রোগীদের সার্জারি করতেন তিনি।

আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা

বিভিন্ন সময়ে ওমর ফারুকের বিরুদ্ধে এমন নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ডেন্টাল হোমের চিকিৎসকের মিথ্যা অভিজ্ঞতার প্রচার সাইনবোর্ড ও রেজিস্টেশন না থাকায় ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফেন্সি ডেন্টাল হোমের মালিক ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে আগের একটি অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী ডেন্টাল হোমটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

এসময় আদালতকে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশ ও র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

আরও পড়ুন: গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা, যুবকের ২ বছরের জেল

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছে। আমরাও তদন্ত করে বিভিন্ন অসংগতি পেয়েছি। তাই ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেন্টাল হোমটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজু আহমেদ/জেএস/এএসএম