গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা, যুবকের ২ বছরের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ আগস্ট ২০২৩

নোয়াখালী চাটখিলে মাদকসেবনের সময় লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান ওই গ্রামের মো. আলী আহম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া।

আরও পড়ুন: অস্ত্র মামলায় যুবকের ২২ বছরের কারাদণ্ড

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লোকমানকে গাঁজা সেবনের সময় গ্রেফতার করা হয়। পরে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি মাদকসেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে চাটখিল থানা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে আরও বেশকিছু মাদকসেবীকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।