ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে মাদকসহ ৪ কারবারি আটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:১৭ পিএম, ৩১ আগস্ট ২০২৩

রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে মাদকসহ চার কারবারিকে আটক করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গুনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৮), ঢাকা আশুলিয়ার জামগরার রোকনের স্ত্রী সাথী (২৮) ও দেলোয়ারা (৪০) এবং প্রাইভেটকারচালক শেরপুরের নকলার গিয়াস উদ্দিনের ছেলে আজিজ হেসেন (৩৫)।

আরও পড়ুন: গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা, যুবকের ২ বছরের জেল

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন নারী ও এক পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের প্রাইভেটকারে থাকা ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/জেএস/এএসএম