ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোড়েলগঞ্জে প্রিজাইডিং অফিসার আহত : ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত: ০৬:৩১ এএম, ২২ মার্চ ২০১৬

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। সকাল ১১ টার দিকে তিন শতাধিক লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই ভোট কেন্দ্রে হামলা চালায়। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হাবিবুল্লাহ গুরুতর আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

হামলায় গুরুতর আহত প্রিজাইডিং অফিসার মো. হাবিবুল্লাহকে পার্শ্ববর্তি জেলা পিরোজপুরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

পত্যক্ষদশীরা জানায়, ওই কেন্দ্রর বাইরে সাধারণ সদস্য মোরগ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের বুথে প্রতিপক্ষ তালা প্রতীকের আবুল কালামের লোকজন হামলা চালায়। এ বিষয়ে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে স্থানীয় আ.লীগ নেতা আবুল কালাম শিকদারসহ তার লোকজন ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটের ব্যালট পেপার কেন্দ্রের বাইরে গেছে এমন অভিযোগ তুলে প্রিজাইডিং অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তার অনুসারী প্রায় তিনশতাধিক লোক বৈঠা, লাঠি নিয়ে কেন্দ্রে হামলা চালায়। পরে পরিস্থিতি মোকাবেলায় পুলিশ গুলি চালায়।

আহত প্রিজাইডিং অফিসার মো. হাবিবুল্লাহ জানান, ব্যালট পেপার কেন্দ্রের বাইরে গেছে এমন মিথ্যা অভিযোগ তুলে মেম্বার প্রার্থী আবুল কালামসহ তার অনুসারী কয়েকশত লোক ভোট কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নিতে চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। আপতন ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

চিংড়াখালী ইনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার পিযুষ কান্তি ঘোষ ওই কেন্দ্রে হামলার কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত। কিছু সময় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল ।

প্রসঙ্গত, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হচ্ছে।

শওকত আলী বাবু/এফএ/পিআর