ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ হারালেন পরিচ্ছন্নতাকর্মী

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

গাইবান্ধা সদরে সেপটিক ট্যাংকে পড়ে শ্রী আরমান চন্দ্র (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ফায়ার স্টেশনের কর্মকর্তা (এস ও) মো. নাসিম রেজা নিলু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রী আরমান চন্দ্র গাইবান্ধা পৌরসভার (মাতৃসদন) খাঁ পাড়া বাসিন্দা। বাবা-মার মৃত্যুর পর থেকে আরমান খাঁ পাড়ায় তার খালা শ্রীমতি দিনার বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: এক সেতুতেই দূর হবে ২০ হাজার মানুষের দুর্ভোগ

স্থানীয়রা জানান, বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকার সামসুজ্জোহা নামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন আরমান। ট্যাংকি থেকে রশি বেধে বালতি দিয়ে ময়লা তোলার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে ময়লায় ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের দশ সদস্যের একটি টিম ২ ঘণ্টা চেষ্টার পর সেপটিক ট্যাংক থেকে আরমানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ওই সেপটিক ট্যাংক থেকে আরমান চন্দ্র নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম