ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় গুলি ও বোমা বর্ষণ : আহত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২২ মার্চ ২০১৬

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে ভোট কেন্দ্র দলখকে কেন্দ্র করে গুলি বর্ষণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর গণধোলাই এবং বোমার আঘাতে তিন আওয়ামী নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আওয়ামী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দুপুর ১২টার পর সুরখালী ইউপির গাওঘরা কেন্দ্র দখল করতে যায়। এ সময় তারা দুই রাউন্ড গুলি ও দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোম ও গুলির শব্দে সাধারণ ভোটাররা ছোটাছুটি শুরু করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাদির নেতৃত্বে ৫/৬ শত এলাকাবাসী বাঁশের লাঠি নিয়ে কেন্দ্র দখলকারীদের ধাওয়া করে দুইজনকে ধরে গণধোলাই দেয়। একজনের চোখও উৎপাটন করা হয় বলে জানা গেছে।

বটিয়াঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বর্তমানে গাওঘরা কেন্দ্রে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও গুলি হয়েছে কিনা তা বলা যাচ্ছে না।  তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/এসএস/পিআর