২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দীর্ঘ ২০ বছর পর সাতক্ষীরার কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল গাজীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (১০ সেপ্টেম্বর) যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুকুল গাজী সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, বাবু দাসের সঙ্গে মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে ২০০০ সালের জুনে বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশের বাশঁবাগানে ফেলে রাখা হয়। হত্যার চারদিন পরে বাবু দাসের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সাজা দেন। তখন থেকেই মুকুল গাজী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর ধরে পালিয়ে ছিলেন। পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত করে হয়ে যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/জেএস/এএসএম