চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান মোহাম্মদকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার শাহজাহান কক্সবাজারের চকরিয়া থানার পহরচাঁদা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর ব্রিজঘাট এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান মোহাম্মদ। এ ঘটনায় মামলায় ৬ মাস পর আদালত থেকে জামিনে এসে আত্মগোপন করেন শাহাজাহান। পরে আসামির অনুপস্থিতিতে শাহজাহান মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ছায়াতদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।