নারায়ণগঞ্জে পলিথিন কারখানায় অভিযান
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরের পাঠান নগর এলাকায় পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে দুজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সহায়তা করে র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম