ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণের

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১০:৫১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

ফেনীর পরশুরামে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চিথলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল মির্জানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনির আহমেদের নাতি। ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদ হওয়ায় দাদার কাছে বড় হন মাহমুদুল।

স্থানীয়রা জানান, সকালে অনন্তপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে তিনজন রাজমিস্ত্রী হিসেবে কাজ করেন। দুপুরে খেতে দুইজন বাড়ি গেলে মাহমুদুল হাসান খেয়াঘাট চা দোকানে নাস্তা করে রাস্তার পাশে এক ভবনে বসে বিশ্রাম নেন। বিকেলে সেখানে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খাঁন বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেএসআর