ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শাড়ি-লুঙ্গির বিনিময়ে ভোট প্রার্থনা

প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ মার্চ ২০১৬

ইউপি নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে এক মেম্বার প্রার্থী শাড়ি-কাপড় ও লুঙ্গির বিনিময়ে নারী-পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন বলে অভিযোগ পাওয়া গছে। বুধবার সকালে একই ইউনিয়নের আরেক মেম্বার প্রার্থী ওই ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহাম্মদ আলী মোল্লা (বৈদ্যুতিক পাখা) তার কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে ওই ওয়ার্ডের ব্রাহ্মণগাঁও গ্রামের নারী-পুরুষ ভোটারদের মাঝে শাড়ি ও লুঙ্গি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক ভোট প্রার্থনা করছেন। এ সময় ওই মেম্বার প্রার্থীর প্রতিপক্ষ একই ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (ফুটবল) ও তার সমর্থিত লোকজন হাতে-নাতে ধরে ফেলে এবং বেশ কিছু শাড়ি কাপড় উদ্ধার করে। উদ্ধার হওয়া সেই শাড়ি কাপড় নিয়ে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. জহুরুল আলমের নিকট অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে ওই এলাকার ভোটার মৃত ওয়াসিম বেপারীর ছেলে মৃত আকিম উদ্দিন, আকিম উদ্দিনের ছেলে আলী হোসেন, আহসান মুন্সির স্ত্রী মরিয়ম বেগম, হাশেমের স্ত্রী মার্জিয়া বেগম, আলী হোসেনের স্ত্রী হেলেনা, অলি উল্লাহর স্ত্রী ইয়াসমিন বেগমের সঙ্গে কথা বলেও মিলেছে ঘটনার সত্যতা।

ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন (৬৫) জানান, আহাম্মদ আলী মোল্লা নিজেকে কৃষক লীগের নেতা পরিচয় দিয়ে ওই এলাকার সংখ্যালঘু পরিবারের নারী ভোটারদের ভয়তীতি দেখিয়ে ভোট দাবি করছে।

একই গ্রামের মুক্তিযোদ্ধা ইসলাম মোল্লা (৭০) জানান, নিরক্ষর আহাম্মদ আলী এলাকায় সন্ত্রাসের রাজস্ব কায়েম করতে বিভিন্নভাবে পায়তারা করছে। আর এ কারণে বেকার হয়েও সে স্নাতক ডিগ্রিধারী ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. নুরুল ইসলামের সঙ্গে মেম্বার প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছে।

বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহাজউদ্দিন ভূইয়া জানান, আহাম্মদ আলীর শাড়ি কাপড় বিলির সময় অপর মেম্বার প্রার্থীর লোকজন হাতে-নাতে ধরে ফেলার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তপ্তভাব বিরাজ করতে থাকে।   

এ ঘটনার খবর শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ঘটনাস্থলে গিয়ে দুই মেম্বার প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন এবং প্রত্যককে নিজ নিজ অবস্থানে থেকে নির্বাচনী প্রচার করতে বলেন। এ সময় তিনি আচরণবিধি লঙ্ঘন করলে সাজা সম্পর্কেও অবহিত করেন।
      
আব্দুর রহমান আরমান/এসএস/পিআর