ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিরামপুরে মিছিল থেকে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের মিছিল থেকে ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিরামপুর জোতমাধব এলাকার জালাল উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩৫), চিরির পাড় বুজুরুক গংগাপুর এলাকার কফিল উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৬৫), শ্যামনগর এলাকার আমিরুল্লাহর ছেলে মোজাফ্ফর রহমান (৭৩), পার্বতীপুরের লালবিলাস এলাকার আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (৩৭), বিরামপুরের খিয়ার মামুদপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০), মধুপুর এলাকার তয়েজ উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), পার্বতীপুর এলাকার তাজনগর কাজীপাড়া এলাকার মনজের আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), মুকুন্দপুর এলাকার আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০), একই এলাকার মহব্বতুল্লাহের ছেলে রফিকুল ইসলাম (৫৫), বুজরুগঙ্গা এলাকার আবু তালেবের ছেলে আক্কাস আলী (৩২), ফুলবাড়ী উপজেলার হরিপুর এলাকার ইব্রাহীম আলীর ছেলে ইসমাঈল হোসেন (৩২), বিরামপুর পূর্ব জগন্নাথ পুর এলাকার ছয়মুদ্দিনের ছেলে সামসুদ্দিন আহম্মেদ (৫৫), কলেজপাড়া এলাকার তাছের উদ্দিন মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৫), নবাবগঞ্জ উপজেলার ফুলবান্দা এলাকার শওকত আলীর ছেলে নাঈম ইসলাম (১৮), টাটকপুর এলাকার এমএ মতিনের ছেলে সাজ্জাদুর রহমান (৩২) ও চাঁদপুর এলাকার দরবেশ মিয়ার ছেলে তোতামিয়া (৬৭)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, শহরের মিছিল করে নাশকতা করার চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম