ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সন্ত্রাসী হামলায় ছেলে নিহতের ১৩ দিন পর না ফেরার দেশে বাবাও

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী হামলায় ছেলে নিহতের ১৩ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বাবা মনসুর রহমান তালুকদার (৭৫)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল তালুকদার পাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনসুর তালুকদার ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

গেলো ২ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় কলেজ প্রভাষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজ (৪৫) মারা যান। তখন থেকেই ছেলের মৃত্যু শোকে বাবা মনসুর রহমান তালুকদার অসুস্থ হয়ে পড়েন ও সবার সঙ্গে কথা বন্ধ করে দেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্তও তিনি পরিবারের কোনো সদস্যর সঙ্গে আর কথা বলেননি।

নিহত পারভেজের বড় ভাই নুরুজ্জামান তালুকদার পানু বলেন, সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাবা কথা বলা ছেড়ে দিয়েছিলেন। ভাই-বাবা সব হারালাম। কাউকে কিছু বলার নেই। খুনিরা ক-দিন বাদে ছাড়া পেয়ে আবারো তাণ্ডব চালাবে। মুহূর্তে আমাদের সাজানো পরিবার উজাড় হয়ে গেলো।

আরও পড়ুন: বগুড়ায় শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, বাদ মাগরিব সাবরুল ঈদগাহ মাঠে জানাজার পর পারিবারিক গোরস্থানে ভাইয়ের কবরের পাশে বাবাকে দাফন করা হয়।

সন্ত্রাসী হামলায় নিহত শাহজালাল তালুকদার পারভেজ কৈচড় টেকনিক্যাল কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নিহতের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে ৩ সেপ্টেম্বর সাত জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার লোকজন দীর্ঘদিন ধরে পারভেজকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছিল। ২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন পারভেজ। পথে মাথাইল চাপড় এলাকায় সাগর তালুকদারের সন্ত্রাসী বাহিনী তার পথরোধ করে হাসুয়া, রামদা দিয়ে হামলা করে। তাদের হামলা থেকে বাঁচতে সড়কের পাশে সুমনের বাড়িতে আশ্রয় নেন পারভেজ। সেখানে গিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে। পরে পারভেজের চিৎকারে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী সাগরের ভাগিনা ইমন বাবুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এ নিয়ে পুলিশ ও র‌্যাবের অভিযানে পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি ও তদন্তে নাম উঠে আসা একজন গ্রেফতার হয়েছেন। তারা সবাই বর্তমানে বগুড়া জেলা কারাগারে আছেন।

এসজে/এএসএম