সাইকেল চালিয়ে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো তরুণের
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান রাহুল (১৮) নামে এক অটোরাইস মিলের শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার টি অ্যান্ড টি রোড মেলাগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান রাহুল বোচাগঞ্জ উপজেলার ছটকুর মোড় এলাকার আজহারুল ইসলামের ছেলে।
দিনাজপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল সাইকেল চালিয়ে স্থানীয় একটি অটোরাইস মিলে কাজে যাচ্ছিল। এ সময় সেতাবগঞ্জ পৌর এলাকার টি অ্যান্ড টি রোডে মেলাগাছি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দিনাজপুর রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুনুর রশীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমদাদুল হক মিলন/জেএস/এমএস