কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারিদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে প্রজাতন্ত্রের মালিক জনগণের হয়রানি দূরীকরণের জন্য দায়িত্বরত ভূমি কর্মকর্তাদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বুধবার সকাল ১১টায় সিলেট সদর উপজেলা ভূমি অফিসের ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরির্দশন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, এ সরকার জনগণের সার্বিক নিরাপত্তা বিধান ও জীবনের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের জনগণের সার্বিক সুযোগসুবিধা বৃদ্ধিসহ দেশীয় সুনাম বহির্বিশ্বে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি জনপ্রিয় ও জনবান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সুনাম সকলকে রক্ষা করতে হবে। তিনি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি অফিসের কার্যক্রমকে আরো সুন্দর, উন্নত ও আধুনিকিকরণের আহ্বান জানান।
এ সময় সভায় জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কফিল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এসএম ফেরদৌস, মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সুহেল মাহমুদ, কানুনগো, নুরুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা আসবাহ উদ্দিন লিটুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এফএ/পিআর