ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন ভাইকে কুপিয়ে হত্যা, ১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ধোবাউড়ায় তিন ভাইকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. এরশাদ আলীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার এরশাদ আলী জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের ওমর আলীর ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ময়মনসিংহ র‌্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি সকালে চোরের ভিটা গ্রামের হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর এবং নিরঞ্জন সূত্রধরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান এরশাদ আলী। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরঞ্জন সূত্রধর মারা যান।

এই ঘটনায় শ্যামল সূত্রধর ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৪ অক্টোবর আদালত এরশাদ আলীকে মৃত্যুদণ্ড দেন। ওই বছর থেকে জামিনে বের হয়ে পলাতক ছিলেন এরশাদ আলী। গ্রেফতার এরশাদ আলীকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস