ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গুলিতে নিহত

৫ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

পাঁচদিন আগে চুয়াডাঙ্গার জীবননগরে বিএসএফের গুলিতে নিহত হন মিজানুর রহমান (৫০) নামের এক বাংলাদেশি। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মিজানুর রহমান।

jagonews24

নিহত মিজানুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নবী ছদ্দিনের ছেলে। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আয়ুব আলীর জামাতা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-

জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, পাঁচদিন আগে মিজানুর রহমান ও তার সঙ্গীরা অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তার সহযোগীরা। আজ বিকেলে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

jagonews24

মরদেহ হস্তান্তরকালে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম, বেনীপুর বিওপির কমান্ডার আতিয়ার রহমান, জীবননগর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, ইউপি মেম্বার আরিফুল ইসলামসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বিকেলে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/এসআর/জিকেএস