দিনে-দুপুরে দুজনকে কামড়ে রক্তাক্ত করলো শিয়াল
চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে শিয়ালের আক্রমণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহত দিনমজুর জুয়েল (২৩) ও কৃষক আক্কাস আলী (৬৯) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ মাইল ইটভাটা এলাকায় ও একই এলাকার কুশোগাড়ীর মাঠে এ ঘটনা ঘটে। একই সময় পৃথকস্থানে শিয়ালের কামড়ের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ৯ মাইল জনতা ইটভাটার পটে (ইট শুকানোর খোলা স্থান) দিনমজুর জুয়েলকে শিয়ালে অতর্কিতভাবে আক্রমণ করে। জুয়েল শিয়ালের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করেন। এ সময় ৩-৪ মিনিট শিয়ালের সঙ্গে ধস্তাধস্তি হয়। শিয়ালের কামড়ে জুয়েলের ঠোঁট ও চোয়ালে রক্তাক্ত জখম হয়। এর কিছুক্ষণ পরই একই এলাকার কুশোগাড়ীর মাঠে শিয়ালের কামড়ে আহত হন আক্কাস আলী নামের আরেক কৃষক।
পরে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রথমিক চিকিৎসা প্রদান করেন।
ডা. আফরিনা ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আমাদের অবজারভেশনে আছেন তারা।
পৃথকস্থানে শিয়ালের কামড়ের ঘটনা সম্পর্কে পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হামিদ বিপুল বলেন, স্বাভাবিকভবে শিয়াল মানুষের ওপর আক্রমণ করে না। তারা মানুষকে ভয় পায়। তবে ক্ষেত্রবিশেষ কারণে হয়তো আতঙ্কে শিয়ালটি এমন করেছে।
চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক বলেন, ঘটনাটি খুবই আশ্চর্যজনক।
হুসাইন মালিক/এফএ/জেআইএম