হবিগঞ্জে পুলিশের পিকআপে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপে মাইক্রোবাসের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৌলভীবাজারের বড়লেখা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য একটি মাইক্রেবাসযোগে একই পরিবারের চারজন রওনা দেন। সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ডাক্তার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: বিকল কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
দুর্ঘটনায় মাইক্রেবাস আরোহী রোমানিয়াগামী যাত্রী মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ধর্মদীহি গ্রামের রবীন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫), তার ভাই রাজন দাস, চাচা দীলিপ দাস, বোন জামাই অর্জুন দাস, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম, কনস্টেবল নুর নবী ও মিজানুর রহমান আহত হন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রাজিব দাস জানান, রাত ৩টার ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমানিয়া যাওয়ার কথা ছিল। পথে এ দুর্ঘটনা ঘটলো।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম