গামছায় বাঁধা পোটলায় মিললো ২ হাজার ভরি রূপার গহনা
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে দুই হাজার ১২ ভরি রূপার গহনাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিকে দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দর্শনার নাস্তিপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ওয়াসিম বিশ্বাস (৩৮), ওয়াসিম বিশ্বাসের স্ত্রী রিমা খাতুন (২৭), ওয়াসিম বিশ্বাসের মা আরবি খাতুন (৫৫)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিজিবি দেখে ট্রাকভর্তি ভারতীয় কম্বল ফেলে পালালো চোরাকারবারি
বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী, বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন ও সুলতানপুর বিওপি কমান্ডার দুলাল হক সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ মিটার ভেতরে দর্শনা নাস্তিপুর গ্রামে ওয়াসিম বিশ্বাসের বাড়িতে অভিযান চালান। এসময় ঘরে থাকা ড্রেসিং টেবিলের নিচে লুকানো গামছা দিয়ে বাঁধা একটি পোটলার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট থেকে দুই হাজার ১২ ভরি (২৩ কেজি ৪৭০ গ্রাম) রূপার গহনা জব্দ করা হয়। যায় আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরও দুই কারবারি পালিয়ে যান। ঘটনার পরই নায়েব সুবেদার জাকির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। রূপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলমান।
হুসাইন মালিক/জেএস/জেআইএম