বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই
খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটক দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়েছেন।
এ ঘটনার একদিন পর সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোগাং বিজিবি ক্যাম্পের সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীন লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি বস্তা ও দুই যাত্রীসহ রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করে। এ সময় বস্তা তল্লাশি করে সাড়ে ১২ লাখ টাকা পাওয়া যায়। মোটরসাইকেল আরোহী রিংটু চাকমা ও ধনরঞ্জন চাকমাকে টাকার উৎস ও মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন তারা।

পরে বিজিবি স্থানীয় তিন জনপ্রতিনিধির উপস্থিতিতে টাকাগুলো জব্দ করে। টাকাসহ আসামিদের পানছড়ি থানায় সোপর্দ করার জন্য নেওয়ার পথে পুজগাং বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় ৫-৬ শতাধিক লোক লাঠিসোটা নিয়ে বিজিবির দুটি গাড়ি বহর গতিরোধ করে। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে টাকা ও আটকদের ছিনিয়ে নিয়ে যায় তারা।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, রাষ্ট্রীয় ও জানমাল রক্ষার্থে বিজিবির সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান