বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবন এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ট্রেনে দুই পা কাটা পড়লো যুবকের, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ওসি বলেন, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি ভোর সাড়ে ৬টার দিকে তারাপুর লেভেলক্রসিং এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ২ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৩ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৪ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- ৫ বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা