ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর

অ্যাথলেটিকস হোস্টেল থেকে ফেনসিডিল উদ্ধার মামলায় দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৩ অক্টোবর ২০২৩

যশোরে মাদক মামলায় অ্যাথলেটিকস হোস্টেলের সাবেক কেয়ারটেকারসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২ অক্টোবর) যশোরের অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন যশোর শহরতলির খোলাডাঙ্গার আব্দুল বারেক শেখের ছেলে সামাদ ও ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নাসির ফারাজির ছেলে মাইক্রোবাস চালাক মোফাজ্জেল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্তি সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ ডিসেম্বর যশোরের র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্রীড়া ভবনের সামনে অবস্থান নেয়। দুপুর সোয়া ১টার দিকে অ্যাথলেটিকস হোস্টেলের সামনে থেকে একটি মাইক্রোবাস বেরিয়ে যাওয়ার সময় সেটি থামায় র্যাব। মাইক্রোবাস তল্লাশি করে পেছন থেকে বিশেষ কায়দায় তৈরি কাঠের বক্স থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে অ্যাথলেটিকস হোস্টেলের রুমের তালা ভেঙে তল্লাশি করে আরও দেড় লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র্যাবের ডিএডি শাহজাহান আলী বাদী হয়ে আটক মোফাজ্জেলসহ পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান ২০১০ সালের ১৬ মার্চ চারজনকে অভিযুক্ত ও একজনের অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সামাদ ও মোফাজ্জেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ডের আদেশ দেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সবুজ ও জনিকে খালাস দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত দুজনই পলাত

মিলন রহমান/এসআর/জিকেএস