খুলনায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আল আমীন মহল্লা এলাকায় চোরাকারবারী ও পুলিশ সোর্স জাকির (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জাকির দীর্ঘদিন ধরে চোরাকারবারীর সঙ্গে জড়িত। একই সঙ্গে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। শুক্রবার রাতে কতিপয় দুর্বৃত্ত জাকিরের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার বিশ্বাস জানান, কে বা কারা জাকিরকে ঘরের মধ্য কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
আলমগীর হান্নান/আরএস