ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজপথে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: মায়া

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৮ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগুন সন্ত্রাস ও দেশী-বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে রাজপথে মোকাবিলা করা হবে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের উন্নয়ন অনেকের ভালো লাগে না: মায়া

মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। কেউ যদি দেশী-বিদেশি ষড়যন্ত্র করে তাহলে দাতভাঙা জবাব দেওয়া হবে। এ সরকার আজীবন দরকার।

সমাবেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস