ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ নারী ভাইস চেয়ারম্যানের ছেলে আটক

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে (৩২) আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হলেও রোববার (৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

সম্রাট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও শাহজাহান আলম দম্পতির ছেলে। তাদের বাড়ি শার্শা উপজেলার বাগআচড়ার কলেজ রোডে।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সম্রাটের শোবার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক সম্রাটের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস বলেন, ‘আমি কোনো কিছু জানি না। যারা ধরে নিয়ে গেছে তাদের কাছে জানেন।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস আকিকুল ইসলাম জানান, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম একজনকে আটক করে ইয়াবাসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসআর/জিকেএস