ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পূজার কেনাকাটা করে ফেরার পথে প্রাণ গেলো খালা-ভাগনের

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১১ অক্টোবর ২০২৩

দিনাজপুরের বোচাগঞ্জে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের জালগাঁও কুমার পাড়া গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) ও ৫নং ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বিশ্বজিত রায়ের ছেলে জয় রায় (৫)। তারা সম্পর্কে আপন খালা-ভাগনে। চম্পা রানী রায় খানসামায় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

jagonews24

বোচাগঞ্জ থানার এসআই রাজা জানান, চম্পা রানী রায় ভাগনে জয় রায়কে নিয়ে বোচাগঞ্জ উপজেলারা সেতাবগঞ্জ শহরে পূজার কেনাকাটা করতে যান। কেনাকাটার পর তারা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সৌদিয়া এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক চম্পা রানী রায় নিহত হন। শিশু জয় রায়কে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ টালক ও হেলপারকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোচাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এই ঘটনায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার করে ৫০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস