ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইঁদুরে কাটা আঙুলে অস্ত্রোপচারের পর মারা গেলেন রোগী

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বারে মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাবে ডাক্তারের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত চিকিৎসক পলাতক রয়েছেন।

মৃত মশিরন আক্তার মরিয়ম (৪৮) জামালপুরের আমির বেপারীর মেয়ে। তিনি ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী সুগন্ধা মসজিদ এলাকায় ছেলের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছেলে হৃদয় বলেন, কয়েকদিন আগে ঘুমন্ত অবস্থায় আমার মায়ের পায়ের আঙুলে ইঁদুর কামড় দিয়ে কেটে দেয়। পরে সার্জারি ডাক্তার মাহমুদুল হাসান মিঠুকে দেখানো হলে তিনি আমাকে অপারেশনের পরামর্শ দেন। তার পরামর্শে ২৫ হাজার টাকা দিয়ে রাত ১১টায় মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাবে অপারেশন করা হয়। এর কিছুক্ষণ পরই আমার মা মারা যান।

তিনি আরও বলেন, আমাদেরকে মায়ের মৃত্যুর কথা না জানিয়ে মাকে ঢাকায় রেফার্ড করা হয়। এরপর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অনেক আগেই মা মারা গেছেন। এখানে অপারেশনের পর চিকিৎসক না বুঝেই ইনজেকশন দেওয়ায় রোগীর অবস্থা গুরুতর হয়ে ওঠে। ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।

তবে হাসপাতালের ম্যানেজার রাফেজুল ইসলাম বলেন, পা কেটে যাওয়ায় চিকিৎসা নিতে আসেন ওই নারী। পরে ছোট একটি সার্জারি করে তাকে কেবিনে রাখা হয়। এখানে ভুল চিকিৎসার কিছু নেই। ওই নারীর আগে থেকে অনেক সমস্যা ছিল। সার্জারির পর থেকেই ওই নারী অনেক ভয় পাচ্ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, হাসপাতালের সামনে ভিড় দেখে আমাদের টহল টিম সেখানে গিয়েছিল দেখতে। তবে মৃত্যুর বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস