যশোরে বেগুনক্ষেতে বোমা বিস্ফোরণ, কিশোর আহত
যশোরের বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামে বেগুনক্ষেতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৭) নামে এক কিশোর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পাশে বেগুনক্ষেতে এ দুঘ্টনা ঘটে। আহত কিশোর ওই গ্রামের মো. আরিফের ছেলে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ক্ষেতে কচুগাছ পরিষ্কার করার সময় বিকট জোরে বোমার মতো আওয়াজ শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি বোমার আঘাতে তার চোখ-মুখ ক্ষতবিক্ষত হয়ে গেছে। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
জামাল হোসেন/এসআর/এমএস