ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি চাল মজুত করে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১০:১৭ এএম, ১৮ অক্টোবর ২০২৩

পাবনায় প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল অবৈধভাবে মজুত রাখায় রেজাউল করিম রেজা নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান জরিমানা আদায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। রেজাউল করিম রেজা উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন: ভেজাল রং তৈরির দায়ে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শরৎনগর বাজারে মো. রাঙ্গা সরদারের কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী। সেখান থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি চাল মজুত রাখার দায়ে রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানের সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন প্রমুখ।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযুক্ত রেজাউল করিম রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম রেজা বলেন, আমি সরকারি চাল ভাঙ্গুড়া বাজারের এক ব্যক্তির কাছ থেকে কিনে রেখেছিলাম।

আমিন ইসলাম জুয়েল/জেএস/এএসএম